সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল তাঁর ছবি মাই মেলবোর্ন। সেই উপলক্ষে শুক্রবার শহরে হাজির হয়েছিলেন বিখ্যাত বলি-পরিচালক ইমতিয়াজ আলি। কলকাতায় পা রেখে ট্রামে চড়ে এদিক-সেদিক ঘুরে হানা দিয়েছিলেন শহরের এক জনপ্রিয় মোগলাই খানার জয়েন্টে। সেখানে বিরিয়ানি চেখে তিনি সোজা হাজির নন্দনে। বাকিদের থেকে খানিকটা দেরি করেই ঢুকলেন। খানিক আগেই শুরু হয়ে গিয়েছে ‘মাই মেলবোর্ন’-এর সাংবাদিক সম্মেলন। যদিও তিনি একা নন, এই চার গল্পের চারটি মধ্যম দৈর্ঘ্যের ছবি নিয়ে তৈরি অ্যান্থোলজি সিরিজের আরও দুই পরিচালক ওনির ও রিমা দাস হাজির ছিলেন এই বৈঠকে। ছবির আরও এক জনপ্রিয় পরিচালক কবীর খান আসতে পারেননি, তবে তাঁর প্রধান সহকারী রাহুল ভোহরা সেই ফাঁকপূরণ করলেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন-এর চারজন আলাদা মানুষের গল্প। বলাই বাহুল্য, চারটি সম্পূর্ণ ভিন্ন বিষয় - বর্ণ বৈষম্য, যৌন অভিরুচি, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং এক গৃহবধূর গল্প। গল্পে ট্রাম যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বলা ভাল চার গল্পের সূত্রধর সেকথা বারবার উঠে এল ইমতিয়াজের মুখে। বললেন, “এই প্রথম কোনও অ্যান্থোলজি সিরিজে কাজ করলাম। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ক্রু-র সঙ্গে কাজ করেছি। ছবির বিষয় অত্যন্ত সংবেদনশীল। সেরকম মন নিয়েই ছবিটা দেখবেন, এটাই অনুরোধ।”
এরপরেই ছবি থেকে আচমকা তাঁর কথা বাঁক নিল কলকাতা শহরের উদ্দেশ্যে – “আপনারা যাঁরা কলকাতায় থাকেন তাঁদের ভারি হিংসে নয়। কীসব সুস্বাদু, ভাল ভাল খাবার যে খেতে পারেন যেসব খাবার খাওয়ার স্বপ্ন আমি দেখি।” নানা রঙের আলোচনার মাঝে কখনও তিনি বলে উঠলেন, “কবিতা আমার বড্ড প্রিয়। আমার সব ছবির মধ্যে কোথাও জড়িয়ে থাকে কিংবা লুকিয়ে থাকে কবিতারা। কিন্তু বাংলা তো পড়তে পারি না তবে আমার বাঙালি বন্ধুরা যখন ভাল কবিতা পড়ে শোনান, শুনি মন দিয়ে। উৎসুক হয়ে খোঁজ খবর নিই আরও। রবি ঠাকুরের কবিতা শুনেছি, পড়েছি।” এরপর আজকাল ডট ইন-কে ইমতিয়াজ বলে ওঠেন, “একদম। অবশ্যই! ভবিষ্যতে আমার ছবিতেও বাংলা কবিতা-গানের ব্যবহার করতে পারি। করতে পারলে খুব খুশিই হবে। মূল্যবোধ রয়েছে, গভীরতা রয়েছে এবং সমকালীন, এমন বাংলা কবিতার যদি খোঁজ পান, দয়া করে আমাকে পাঠান। যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি খুব উৎসাহী। একদম ভাববেন না যে সেই কবিতা জনপ্রিয় কি না, মূল্যবোধ এবং গভীরতা থাকলে আমাকে পাঠান।” একইসঙ্গে ‘রকস্টার’ পরিচালকের উপলব্ধি, ভারতের এই পূর্বদিকের সাহিত্য-শিল্প ঠিক যতটা কদর পাওয়ার কথা, তাঁরা সেই জায়গাটা পাচ্ছেন না।
সম্মেলন ছাড়ার আগে তিনি বলে গেলেন, “আগেকার গৌরব হয়তো এখন আর নেই.বাংলা ছবির। কিন্তু সেই হৃৎ গৌরব পুনরুদ্ধার যে হবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। এই বিষয়ে আমাকে যদি কোনওভাবে কাজ লাগে, আমি রাজি।”
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!